lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
Last Updated 2023-12-10T07:04:28Z
শিক্ষা

মহেশখালীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের বৃত্তি পরীক্ষা শুরু

Advertisement


 

এইচ এম নুরুল করিম, মহেশখালী: 

দ্বীপ উপজেলার মহেশখালীতে বাংলাদেশ কিন্ডারগার্ডেন শিক্ষা বোর্ডের অধীনে দু’দিন ব্যাপী বৃত্তি পরীক্ষা শুরু 


 রোববার (১০ ডিসেম্বর) সকাল ১০ টায় পৌরসভাস্থ আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান মহেশখালী কে.জি এন্ড প্রি ক্যাডেট স্কুল কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। 


পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা শিক্ষা অফিসার সহকারি শামশুল আলম, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারবেজ, সমাজসেবক আব্দুল মান্নান, মহেশখালী প্রেস ক্লাবের সদস্য নুরুল করিম, স্কুল পরিচালনা কমিটির সভাপতি আবদুল্লাহ আল মামুন, সদস্য আব্দুল্লাহ শাহরিয়ার বাপ্পী ও ইমরুল হাসান'সহ সিনিয়র শিক্ষক খাইরুল আমিন।


কেন্দ্র সচিব স্কুল প্রধান শিক্ষক আমির ফয়সাল জহির জানান, বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের ১০০ মার্কের এই পরীক্ষায় এ কেন্দ্রে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির মোট ৪০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেছেন। সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে দুই দিন এই বৃত্তি পরীক্ষা চলবে।