lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
Last Updated 2023-12-09T18:38:06Z
জাতীয়

মহেশখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠিত

Advertisement


 

এইচ এম নুরুল করিম, মহেশখালী:-

“উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে, দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” স্লোগানে মহেশখালী উপজেলায় মানববন্ধন ও আলোচনা সভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে শনিবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ পালিত হয়েছে।এদিন সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্যবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বরে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।


এতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক আশীষ কুমার চক্রবর্তী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা গোলাম মাসুদ কুতুবী,

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ছালেহ আহমদ, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, বীর মুক্তিযোদ্ধা ডাঃ ফিরোজ খান, মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গিয়াস উদ্দিন, মহেশখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি হারুন উর-রশিদ ও মাহবুব রোকন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি রাজেশ খান্না শার্মা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ব্রজ গোপাল ঘোষ'সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, স্কুল-কলেজের শিক্ষার্থী'রা উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা বলেন, দুর্নীতি কমিয়ে আনতে সবাইকে স্ব-স্ব স্থানে থেকে সচেতন হয়ে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। নিজের বিবেককে জাগ্রত করে পরিবার থেকে শুদ্ধাচার কৌশলের চর্চা করতে হবে।