lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
Last Updated 2023-12-24T13:55:39Z
জাতীয় নির্বাচন

সারিয়াকান্দিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

Advertisement

 

মো: ফরহাদ হোসেন, বগুড়া প্রতিনিধি: 


আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ার সারিয়াকান্দিতে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও সারিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে অবাধ, সুষ্ঠ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে ২৪ ডিসেম্বর রবিবার সকাল ১০ টা থেকে সারিয়াকান্দি ডিগ্রি কলেজ অডিটোরিয়াম কক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তৌহিদুর রহমান এর সভাপতিত্বে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম। প্রধান অতিথি জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাবে। তিনি আরও বলেন, ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে ভোট কেন্দ্রে আসতে পারে এখানে কোনো সমস্যা হবেনা এটা আমারা কথা দিচ্ছি এবং কাজ করে যাচ্ছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম পিপিএম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, সহকারী পুলিশ সুপার গাবতলী সার্কেল নিয়াজ মেহেদী, উপজেলা নির্বাচন কর্মকর্তা আলী হোসেন, সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম, ওসি (তদন্ত) দুরুল হোদা, চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ মুস্তাফিজ সহ প্রশিক্ষণ প্রাপ্ত প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিক বৃন্দ।