lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
Last Updated 2023-12-23T05:08:52Z
ব্রেকিং নিউজ

রোটারী ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট'র কমিটি গঠন:সভাপতি রোটাঃ শাহীদুল ইসলাম ও সম্পাদক রোটাঃ সালেক সাব্বির

Advertisement


 


নিজস্ব প্রতিবেদক:-

রোটারী ইন্টারন্যাশনাল  ডিষ্ট্রিক্ট ৩২৮১ বাংলাদেশ এবং ৩২৮৪ বাংলাদেশ এর প্রথম ও ৩৭ বছরের ঐতিহ্যবাহী রোটারী ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর রোটারি বর্ষ ২০২৪-২৫ইং কার্যকরী কমিটি বৃহস্পতিবার  রাজধানীর এরিস্ট্রোক্যাট লাউঞ্জ এ রোটাঃ মোহাম্মদ মামুনুর রশিদ এর সভাপতিত্বে ক্লাবের বাৎসরিক সাধারন সভায় নতুন কমিটি গঠন করা হয়।নবগঠিত কমিটিতে মোঃ শাহীদুল ইসলাম কে সভাপতি  ও  রোটাঃ মোঃ সালেক সাব্বির সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি রোটাঃ বর্ষ ২০২৪-২৫ইং  বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।


কমিটির অন্যান্যরা হলেন - 

সদ্য বিদায়ী সভাপতি : রোটাঃ মোহাম্মদ মামুনুর রশিদ 

সভাপতি ইলেক্ট : রোটাঃ মোঃ তোফায়েল আহমেদ সিন্টু

সহ সভাপতি : রোটাঃ মিতা চৌধুরী 

সহ সভাপতি : রোটাঃ পিপি এস এম হোসেন শাহী

জয়েন্ট সেক্রেটারি : রোটাঃ মোঃ ফারুক হোসেন

ট্রেজারার : রোটাঃ পি পি ইফতেখার হোসেন

ক্লাব লার্নিং ফেসিলিটেটর : রোটাঃ পিডিজি এ এফ এম আলমগীর

চেয়ারম্যান ক্লাব অ্যাডমিনিষ্ট্রেশন : রোটাঃ পি পি মোঃ মনসুর আলম 

চেয়ারম্যান মেম্বরশীপ : রোটাঃ পিপি আকতার জাহান

চেয়ারম্যান পাবলিক ইমেজ : রোটাঃপিপি রফিকুল হায়দার চৌধুরী 

চেয়ারম্যান সার্ভিস প্রোজেক্ট : রোটাঃ পি পি মোঃ সেলিম সোলায়মান

চেয়ারম্যান রোটারী ফাউন্ডেশন : রোটাঃ পি পি হোসনে আরা চৌধুরী

এডিটর : রোটাঃ পি পি মুহাম্মদ মনিরুল হক মনির

সার্জেন্ট এট আর্মস : রোটাঃ পিপি কাজল কান্তি চৌধুরী 

সার্জেন্ট এট আর্মস : রোটাঃ  পিপি রিয়াজুল ইসলাম রিজু।