lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
Last Updated 2023-12-06T12:55:15Z
ব্রেকিং নিউজ

হারিয়ে যাওয়া শিশু ফিরে পেল পরিবার

Advertisement


 

ইকরামুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:

কুমিল্লা জেলার নিজ বাড়ি থেকে গত ১ মাস আগে হারিয়ে যাওয়া রায়হান (১০) নামে এক শিশু ফিরে পেয়েছে তার পরিবার। নিখোঁজের ১ মাস পর সন্তানকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা তারা।


বুধবার (৬ই ডিসেম্বর) বিকালে উপজেলা নিবার্হি অফিসারের কার্যালয়ে রায়হানকে তার পরিবারের কাছে তুলে দেন শার্শা উপজেলা সমাজসেবা অধিদফতর ও প্রশাসনিক কর্মকর্তারা। রায়হান কুমিল্লা জেলার বুড়িচংয়ের আনন্দপুর গ্রামের আলী আহম্মেদের ছেলে।


জানা যায়, শিশু রায়হান কে চার দিন আগে নাভারণ রেল স্টেশন থেকে উপজেলা আনসার সদস্যরা খুঁজে পায়। পরে তাকে উদ্ধার করে সমাজ সেবা অফিসারের কাছে হস্তান্তর করা হয়। সমাজ সেবা অফিসার তৌহিদুল ইসলাম খোঁজ খবর নিয়ে তার পরিবারকে খুঁজে পায়।পরে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


রায়হানের পরিবার জানান, গত ১ মাস আগে সে হঠাৎ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয় স্বজন সহ সম্ভাব্য সব জায়গায় অনেক খুঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। আজ আমাদের সন্তানকে ফিরে পেয়ে আমরা অনেক আনন্দিত। সেই সাথে ধন্যবাদ জানায় শার্শা উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা, আনসার সদস্য সহ সহযোগী সকলকে।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হি অফিসার নারায়ন চন্দ্র পাল, সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, উদ্ভাবক মিজানুর রহমান।