lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
Last Updated 2023-12-11T08:26:02Z
মোটরসাইকেল দুর্ঘটনা

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

Advertisement


 

জহিরুল ইসলাম, যশোর সংবাদদাতা:- 

যশোরের ঝিকরগাছায় একটি বাসকে ওভারটেকিং করতে গিয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো অনুপ ঘোষ (২২) নামে কলেজছাত্রের। রবিবার (১০ ডিসেম্বর) যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত অনুপ ঘোষ ঝিকরগাছা উপজেলার কাশিপুর গ্রামের কালিপদ ঘোষের ছেলে। তিনি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহতের পরিবার ও আত্মীয়স্বজনেরা এমন মৃত্যু তারা কিছুতেই মেনে নিতে পারছে না, এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত অনুপ ঘোষ মোটরসাইকেল চালিয়ে যশোরের দিকে যাচ্ছিলেন। কীর্তিপুর মোড়ে একটি বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে তিনি ধাক্কা খান। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। এসময় তার বন্ধু ও স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মোটরসাইকেলটির গতি সম্ভবত বেশি ছিল। সে কারণে সামনের দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মারাত্মক আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।