lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
Last Updated 2023-12-24T14:01:32Z
রাজনীতি

পঞ্চগড়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার -প্রচারণার শীর্ষে রয়েছে নৌকার প্রার্থী নাঈমুজ্জামান ভুইয়া

Advertisement


আছমা আক্তার আখি পঞ্চগড় জেলা প্রতিনিধি:


সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি দমনে পঞ্চগড়ে এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আশ্বাস দেন নৌকা মার্কা মনোনীত প্রার্থী সকলের সুপরিচিত চেনা মুখ জনাব নাঈমুজ্জামান ভূইয়া মুক্তা।



তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী। বর্তমান তিনি মানুষের বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়ছেন নৌকা মার্কার ভোটের জন্য। পঞ্চগড়ের বিভিন্ন ইউনিয়ন ঘুরে জানাযায় প্রচার-প্রচারণায় সবার শীর্ষে রয়েছেন নৌকা মার্কার প্রার্থী নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা, পঞ্চগড় সাতমেরা ইউনিয়নের আলহাজ্ব আমিরুল ইসলাম, সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন পঞ্চগড়ে একটি মাত্র ভারি কারখানা ছিল চিনি কল এই চিনিকল কে ঘিরে প্রায় ১৪ শত শ্রমিক এর পরিবার-পরিজন চলতেন কিন্তু দুঃখের বিষয় অনাকাঙ্ক্ষিত কারণে আজ সেই সুগার মিলটি বন্ধ হয়ে বেকারত্ব জীবন পার করছেন শ্রমিকেরা। 



অন্যদিকে কৃষকেরা বুকে অনেক আশা নিয়ে চা পাতা চাষের দিকে ঝকছিলেন সেখানেও কিছু অসাধু মানুষের হস্তক্ষেপের কারণে আজ মানুষ অসহায় হয়ে চা বাগান গুলো উপড়ে ফেলে দুধ দিয়ে গোসল করে বলছেন তারা আর কখনো চা চাষ করবেন না। একজন কৃষক যখন এ ধরনের সিন্ডিকেটের শিকার হন তখন অনেকেই মুখ খুলছেন না তবে মনে মনে ওই সব অসাধু ব্যক্তিদের কে ঘৃণা করছেন। 



তাই এবার আমরা নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা কে ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের পঞ্চগড়ের ঐতিহ্য চিনির কলটি পুনরায় চালু করার দাবি রাখছে। ইতিমধ্যে অনেক চাষী চা গাছ উপড়ে ফেলে আখ চাষে দিকে আগ্রহী হয়েছেন।



আমরা কৃষকরা আশা করি আগামীতে নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা, এমপি হলে আমাদের আশা পূরণ হবে। কেননা ইতিমধ্যে পঞ্চগড়বাসী নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তার জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। আশা করি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী বিজয়ী হবেই হবে।