lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
Last Updated 2023-12-12T04:52:15Z
আইন ও আদালত

ঝিনাইগাতীতে মোবাইল কোর্টের মাধ্যমে তিন ব্যবসায়ীকে আর্থিক দন্ড

Advertisement


 

মোঃ আরিফুল ইসলাম , শেরপুর জেলা  প্রতিনিধি :  

পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন, পণ্য ক্রয়ের রশিদ, পণ্যের মজুদের অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে শেরপুরের ঝিনাইগাতী সদর বাজারে তিন ব্যবসায়ীকে আর্থিক দন্ডে দন্ডিত করা হয়েছে। ১১ডিসেস্বর সোমবার বিকেলে মোবাইল কোর্ট  পরিচালনা করেন, 

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর। দণ্ডপ্রাপ্তরা হলেন, ঝিনাইগাতী সদরের বাদশা মিয়ার ছেলে নয়ন মিয়া, শাহজাহানের ছেলে মুহিব, চাপাঝুড়া গ্রামের আলী আকবরের ছেলে সাইফুল ইসলাম। 


মোবাইল কোর্ট সুত্রে জানা গেছে, সোমবার বিকেলে  আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে  সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর ঝিনাইগাতী সদর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন, পণ্য ক্রয়ের রশিদ, পণ্যের মজুদ ও বাজারদর যাচাইকালে ওই তিন ব্যবসায়ীর দোকানে নানা সমস্যাজনিত কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী তিনটি মামলায় বাদশা মিয়াকে ৫হাজার টাকা, সাইফুল ইসলামকে ১হাজার ৫শত টাকা এবং মুহিবকে ১হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।


উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগীতা করেন ঝিনাইগাতী থানা পুলিশ।


এসময় বাজারের অন্যান্য ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা করার জন্যে আহবান করেন,সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর।