lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
Last Updated 2023-12-25T05:23:18Z
নির্বাচনী প্রচারণা

কচুয়ায় নির্বাচনী পথসভা ও গনসংযোগে শেখ তন্ময়

Advertisement


 

সূর্য্য চক্রবর্তী,(বাগেরহাট) প্রতিনিধি:-

বাগেরহাট -২ আসনে আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ তন্ময় কচুয়ায় গণসংযোগ করেছেন। রবিবার (২৪শে ডিসেম্বর) বিকাল থেকে কচুয়ার ৪ টি ভোট কেন্দ্র শহিদ আব্দুল জলিল মাধ্যমিক বিদ্যালয়,আন্ধার মানিক মাধ্যমিক বিদ্যালয়,শেখ ফজলুল হক মনি কারিগরি কলেজ ও বারুইখালী প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী পথ সভা ও গনসংযোগ করেন।এছারা দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারনা চালান।এসময় পথে পথে নৌকা সম্বলিত লিফলেট বিতরণ করেন। তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। ৭ জানুয়ারি কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ করেন। ভোটাররাও শেখ তন্ময়কে কাছে পেয়ে জড়িয়ে ধরেন।


সংসদ সদস্য প্রার্থী শেখ তন্ময় বলেন,৭ জানুয়ারি আমাকে নৌকা প্রতিকে ভোট দিয়ে পুনরায় জনগনের সেবা করার সুযোগ দিন।এছারা তিনি বলেন কিছু অসমাপ্ত কাজ রয়েছে এগুলো সমাপ্ত করে আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে থাকতে চাই।


উক্ত পথ সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ হেমায়েত উদ্দিন ভুঁইয়া,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলে সাইদ ডাবলু, নকিব নজিবুল হক নজু,বাগেরহাট জেলা যুবলীগের সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস,কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম,কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার,উপজেলা আওয়ামীলীগের সাংগঠিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম,যুগ্ম সাধারন সম্পাদক সিকদার কামরুল হাসান কচি,কচুয়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি খান শহিদুল ইসলাম,মঘিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ পংকজ কান্তি অধিকারী সহ কচুয়া উপজেলা আওয়ামীলীগ ও তার সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।