Advertisement
আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা প্রতিনিধি:-পঞ্চগড় বোদা থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ জুয়ারী আটক।২১শে ডিসেম্বর পঞ্চগড় জেলা পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা'র দিকনির্দেশনায় বোদা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক এর নির্দেশে বোদা থানার এস আই মানিক চন্দ্র রায় এর নেতৃত্বে বোদা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাড়েয়া ইউনিয়নের মাড়েয়া বাজারস্থ দেবারু বর্মন এর গোডাউন ঘর থেকে জুয়া খেলা অবস্থায় ৭ জনকে আটক করে।
আটককৃতরা:-
১। মোঃ জাকির হোসেন (৪০), পিতা- মোঃ নুরুল ইসলাম, সাং-মাড়েয়া সরকারপাড়া, ২। বিলাশ চন্দ্র বর্মন (৪৫), পিতা- জ্যোতিশ চন্দ্র বর্মন, সাং-মাড়েয়া কমলাপুকুরী, ৩। মানিক সেন (৫০), পিতা-মৃত রাজমোহন সেন, সাং-মাড়েয়া সর্দারপাড়া, ৪। সঞ্জয় বর্মন (৩৬), পিতা-জ্যোতিশ চন্দ্র বর্মন, সাং-মাড়েয়া সরকারপাড়া, ৫। মোঃ আকবর আলী (৪৫), পিতা-মোঃ ইউনুস আলী, সাং-মাড়েয়া বটতলী, ৬। মোঃ শহিদুল ইসলাম (৫৫), পিতা-মৃত হাফিজ উদ্দীন, সাং-মাড়েয়া সর্দারপাড়া, ৭। দেবারু বর্মন (৬৭), পিতা-মৃত ডকারাম বর্মন, সাং- মাড়েয়া সরকারপাড়া, সর্ব ডাকঘর-মাড়েয়া, থানা-বোদা, জেলা-পঞ্চগড়।
এসময় জুয়ার বোর্ড হতে ০২ (দুই) বান্ডিল তাস ১০৪ টি, সর্বমোট ১,৪২০ টাকা, ০১ (এক) টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। আসামিগণের বিরুদ্ধে বোদা থানায় মামলা (যার নং -১৯, তারিখঃ ২২/১২/২০২৩, ধারা -১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইন)রুজু করা হয়েছে।