lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
Last Updated 2023-12-12T10:39:07Z
আইন ও আদালত

নাটোরে বাগাতিপাড়া ৩ টন ভেজাল গুড় জব্দ

Advertisement


 


হাসান আলী সোহেল, নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বাগাতিপাড়ায় সাতটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩ হাজার কেজি ভেজাল গুড় জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।এ সময় প্রতিষ্ঠানগুলোকে মোট ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানাও করা হয়। 


সোমবার(১১ ডিসেম্বর) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো.মেহেদী হাসান তানভীর।


তিনি জানান,নাটোর জেলা কার্যালয়ের নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে সোমবার দিনব্যাপী এই অভিযান চালানো হয়।এ সময় উপজেলার কালিকাপুরের বাজারে কামালের গুড়ের আড়তকে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর অপরাধে ১০ হাজার টাকা,শাকিলের আড়তকে ৩০ হাজার টাকা,কৈচরপাড়া বাজার এলাকার জানার আড়তকে ৬০ হাজার টাকা,বাঁশবাড়িয়া বাজার এলাকার রহমান গুড় আড়তকে  ১৫ হাজার টাকা,একই এলাকায় আ.রাজ্জাকের গুড় আড়তকে ১২ হাজার টাকা,মারিয়া বাজার এলাকার বিসমিল্লাহ্ বেকারিকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৫ হাজার টাকা,তালতলা বাজার এলাকার ইউনুস বেকারিকে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।এর পাশাপাশি এই প্রতিষ্ঠানগুলোর জব্দ করা ৩ হাজার কেজি গুড় বিনষ্ট করা হয়।


জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।