lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
Last Updated 2023-12-24T14:24:34Z
জাতীয় নির্বাচন

নৌকা মার্কার সমর্থনে আমদিয়া ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত

Advertisement


মুহাম্মদ মুছা মিয়াঃ 


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী -২ পলাশ আসনের নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী আনোয়ারুল আশরাফ খান দিলীপ এর নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 



আজ ২৪ ডিসেম্বর রবিবার বিকেলে আমদিয়া ইউনিয়নের সেরেন্দা(প্রাইম সিটি) বালুর মাঠে আমদিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।   উঠান বৈঠকে সভাপতিত্ব করেন আমদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দীন ভূইয়া রিপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফরোজা দিলীপ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান রিটন, আমদিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। বক্তারা বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করার আহবান জানান।