Advertisement
আকন্দ সোহাগ
বগুড়ার সারিয়াকান্দিতে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ব্র্যাক দুর্যোগ ও ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার কাজলা ইউনিয়নের বেড়া পাঁচবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ এস এম রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ শাহজাহান আলী। কর্মশালাটি পরিচালনা করেন ব্র্যাক এর লার্নিং এন্ড লিডারশিপ ডেভেলপমেন্ট এর প্রশিক্ষক ভবতোষ চন্দ্র বর্মন ও মোঃ হাবিবুর রহমান হাবিব। এসময় কাজলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ আমির উদ্দিন, ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মাহতাব হোসেন ও সংরক্ষিত নারী সদস্য মোছাঃ নিপা বেগমসহ ৩৪ জন প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।