lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
Last Updated 2023-12-08T03:46:14Z
সারাদেশ

সারিয়াকান্দিতে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Advertisement


আকন্দ সোহাগ


বগুড়ার সারিয়াকান্দিতে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ব্র্যাক দুর্যোগ ও ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির  আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার কাজলা ইউনিয়নের বেড়া পাঁচবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে  এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ এস এম রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ শাহজাহান আলী।  কর্মশালাটি পরিচালনা করেন ব্র্যাক এর লার্নিং এন্ড লিডারশিপ ডেভেলপমেন্ট এর প্রশিক্ষক ভবতোষ চন্দ্র বর্মন ও মোঃ হাবিবুর রহমান হাবিব। এসময় কাজলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ আমির উদ্দিন, ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মাহতাব হোসেন ও সংরক্ষিত নারী সদস্য মোছাঃ নিপা বেগমসহ ৩৪ জন প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।