lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
Last Updated 2023-12-01T06:20:09Z
রাজনীতি

নাটোর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন সাবেক ছাত্রলীগ সভাপতি এস এম হুমায়ুন কবির

Advertisement


 

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা এস এম হুমায়ুন কবির।


বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা সরকার’র নিকট মনোনয়ন পত্র জমা দেন তিনি।


এ সময় সাথে ছিলেন, ছাত্রলীগ কর্মী সোহেল রানা, টুটুল হাসান, স্বাধীন হোসেন, হুমায়ুন মাহমুদ,  রীদয় হাসান, সোহাক হোসেন,  মোকাল্লিম আলী, বাবু আলী, রোহান হোসেন, সিয়াম সরকার, জীবন চৌধুরী, সজীব হাসান ও মোমিন হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।


মনোনয়ন পত্র জমাদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এস এম হুমায়ুন কবির বলেন,আমি প্রথম বার দলের কাছে নৌকার মনোনয়ন চেয়েছি। কিন্তু আমাকে মনোনয়ন দেওয়া হয়নি।বারবার নৌকা বিরোধীদের নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে।আমি ১৫ বছর যাবত ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। বাগাতিপাড়া মানুষের অনুরোধ ও পরামর্শে নাটোর-১ থেকে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি।