lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
Last Updated 2023-12-24T14:19:43Z
আইন ও অপরাধ

আমতলীতে ১০০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

Advertisement


আমতলী (বরগুনা) প্রতিনিধি:


১০০০ পিস ইয়াবা ও ২৪ বোতল ফেনসিডিলসহ নিজামুল হক টিপু (৩৮) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সকালে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দার বিভাগের লোকজন তাকে আমতলী উপজেলার গোলবুনিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করে। 



জানাগেছে, উপজেলার গোলবুনিয়া গ্রামের ফজলুল হক মৃধার ছেলে নিজামুল হক (টিপু) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেনের নেতৃত্বে তার লোকজন অভিযান চালিয়ে টিপুকে তার বাড়ী থেকে গ্রেপ্তার করে। এ সময় তার দেয়া তথ্য মতে ঘর থেকে ১০০০ পিস ইয়াবা ও ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় রবিবার বিকেলে এসআই ইশতিয়াক বাদী হয়ে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে মামলা করেছে। 



আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, গ্রেপ্তারকৃত মাদক বিক্রেতাকে যথাসময়ে আদালতে পাঠানো হবে।