Advertisement
নিজস্ব প্রতিবেদক: না ফেরার দেশে চলেন গেলেন সুজানগর উপজেলার আহাম্মাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মঙ্গলবার দুপুরে তার নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ বোধ করলে দ্রুত হাসপাতালে নেওয়া হয় । এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে , ১ মেয়ে সহ রাজনৈতিক সহযোদ্ধা, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনসহ ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।
মৃত্যুর খবর শোনার পরে তাঁর বাড়িতে ছুটে যান পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির,বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু কাকার, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম,সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওহাব, আমিনপুর থানা আওয়ামীলীগের সভাপতি ইউসুফ আলী খান, আমিনপুর থানা আওয়ামীলীগের সহ - সভাপতি শাহীন চৌধুরী সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ও আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
এছাড়াও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, বুধবার বেলা ১১ টায় আহাম্মাদপুর ইউনিয়নাধীন শহীদ স্মরণীকা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।