lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
Last Updated 2023-12-01T12:33:27Z
সারাদেশ

মাদারগঞ্জে মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Advertisement


আকন্দ সোহাগ


জামালপুরের মাদারগঞ্জে পহেলা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে আমরা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ মাদারগঞ্জ কমান্ডের  আয়োজনে মাদারগঞ্জ  মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনজুরুল ইসলাম মজনু তরফদার। আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংসদ  মাদারগঞ্জ কমান্ডের  আহ্বায়ক প্রভাষক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব আল মামুন রাশেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নওজেশ আলী,বীর মুক্তিযোদ্ধা আব্দুন নুর,বীর মুক্তিযোদ্ধার সন্তান জাকারিয়া সাইদ পলাশ,মির্জা গোলাম রাব্বি,মিজানুর রহমান, মোঃ নজরুল ইসলাম,এরশাদ হোসেন,রিয়াদুল ইসলাম সুমন,রুমেল তরফদার ও রাসেল খান প্রমুখ। বক্তারা পহেলা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবসকে সরকারিভাবে পালনের দাবি জানান। সেই সাথে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংসদ  মাদারগঞ্জ কমান্ডের আহ্বায়ক কমিটির মেয়াদ বৃদ্ধি করে কার্যকরী কমিটির করারও সিদ্ধান্ত  নেন।