lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
Last Updated 2023-12-11T14:54:55Z
জাতীয়

ধামইরহাটে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষনার জন্য প্রারম্ভিক সভা অনুষ্ঠিত

Advertisement


 


ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:-

নওগাঁর ধামইরহাটে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষনার জন্য  প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর সকাল ১০ টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ধামইরহাট এরিয়া প্রোগ্রাম অফিসে এপি ম্যানেজার মানুয়েল হাসদার সভাপতিত্বে হলরুমে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষনার জন্য একটি প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলম এবং সিনিয়র ম্যানেজার স্বপন মন্ডল, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আকতার সুরভী প্রমুখ। উক্ত অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন ভিডিসি, শিশু ও যুব ফোরামের প্রতিনিধি, সাংবাদিক এবং ওয়ার্ল্ড ভিশনের স্টাফ ও ক্যাম্পেইন ফ্যাসিলিটিবৃন্দ। সভায় ইউনিয়ন পরিষদ, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সরকারি দপ্তর এবং বেসরকারি সংস্থা সমূহ একসঙ্গে কাজ করলে বাল্যবিবাহ রোধে কার্যকরী ফলাফল অর্জন করা সম্ভব বলে বক্তারা আলোকপাত করেন। এছাড়াও এই উপজেলায় সরকারের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বাল্যবিবাহ বন্ধ ও শিশু সুরক্ষায় এলাকায় ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে বলে সভায় এপি ম্যানেজার জানান।