Advertisement
বরগুনা প্রতিনিধি:
আমতলী পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। বুধবার বিকেলে নির্বাচন কমিশনের উপসচিব এম মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়। এ প্রজ্ঞাপন বুধবার রাতে আমতলীতে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ভোটের আমেজ ছড়িয়ে পরেছে।
জানাগেছে, ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারী আমতলী পৌরসভার ভোট গ্রহন হয়। ওই নির্বাচনে বিনাপ্রতিদ্বন্ধিতায় মতিয়ার রহমান মেয়র নির্বাচিত হন। প্রথম সভা অনুসারে বুধবার নির্বাচন কমিশন আমতলী পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষনা করেছেন। বুধবার বিকেলে নির্বাচন কমিশনের উপসচিব এম মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়। এতে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারী, বাছাই ১৫ ফেব্রুয়ারী, মনোনয়নপত্র বাছাইয়ে রিটানিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১৬ ফেব্রুয়ারী থেকে ১৮ ফেব্রুয়ারী, আপিল নিষ্পত্তি ১৯ ফেব্রুয়ারী থেকে ২০ ফেব্রুয়ারী, প্রার্থীতা প্রত্যাহার ২২ ফেব্রুয়ারী, প্রতিক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারী ও ভোট গ্রহন ৯ মার্চ। এ নির্বাচনে মেয়র পদে আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি বর্তমান মেয়র মতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান নান্নু, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি গাজী সামসুল হক, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর জিএম মুছা, বরগুনা জেলা যুবলীগ সহ-সভাপতি এলমান আহম্মেদ সুহাদ তালুকদার ও উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা নির্বাচনে অংশ নিবে বলে গণসংযোগ করছেন।
আমতলী উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা সেলিম রেজা বলেন, আমতলী পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। আগামী ৯ মার্চ ভোট গ্রহন হবে। সুষ্ঠু নির্বাচনের লক্ষে সকল পদক্ষেপ নেয়া হবে।