lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
Last Updated 2024-01-24T04:52:05Z
আইন ও অপরাধ

দেওয়ানগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষকে লাঞ্ছিত করার অভিযোগ - BD Prokash

Advertisement


মহসিন রেজা, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :


জামালপুরের দেওয়ানগঞ্জে এ রব সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষকে মারধর ও লাঞ্ছিত করার  অভিযোগ উঠেছে। মঙ্গলবার অধ্যক্ষের বিরুদ্ধে নানা দূর্নীতি ও অনিয়মের অভিযোগে তুলে বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে মারধর করে। এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ইউনুস আলী জানান, মঙ্গলবার নিজ কর্মস্থলে গেলে আবু সিদ্দিক ও আবুল কালাম আজাদ সহ বেশ কয়েকজন ব্যাক্তি তার কার্যালয়ে প্রবেশ করে, এ সময় তারা অধ্যক্ষ পদ থেকে তাকে স্বেচ্ছায় পদত্যাগ করতে বলে, তিনি এ বিষয়ে সম্মতি না দিলে তারা তাকে টেনে হিচড়ে বাইরে নিয়ে আসে এবং স্থানীয় প্রায় ২৫-৩০ জন ব্যাক্তি তাকে মারধর করেন। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন অধ্যক্ষ মোঃ ইউনুস আলী। তবে অভিযুক্ত আবু সিদ্দিক ও আবুল কালাম আজাদ সহ অনান্যরা অধ্যক্ষকে মারধরের বিষয়টি অস্বীকার করেন।স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে মাদ্রাসাটির অধ্যক্ষের নানা অনিয়ম ও দূর্নীতির কারণে



বাহাদুরাবাদ এরব সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. ইউনুছ আলীর সাথে মাদ্রাসার তহবিলের হিসাব নিয়ে এলাকাবাসীদের সাথে মতবিরোধ সৃষ্টি হয়। এলাকাবাসীদের দাবি, অধ্যক্ষ ইউনুছ আলী মাদ্রাসা বিভিন্ন ধরণের অনিয়ম, দুর্নীতিসহ অর্থ আত্নসাতের ঘটনা ঘটিয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে মাদ্রাসায় না এসে বেতন ভাতা উত্তোলনের অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় অধ্যক্ষের অনিয়ম দূর্নীতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে বলে জানান তারা। তবে এলাকাবাসীদের আনা অভিযোগের কথা অস্বীকার করেন অধ্যক্ষ ইউনুছ আলী। 



 মাদ্রাসার সাবেক সভাপতি আবুল কালাম আজাদ জানান, আমরা তার কাছে মাদ্রাসার তহবিলের হিসাব নিকাশ চাইতে গিয়েছিলাম। তিনি আমাদেরকে হিসাব না দিয়ে নির্লিপ্ত থাকেন। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হোন। এক পর্যায়ে স্থানীয়রা ক্ষুদ্ধ হয়ে তার উপর আক্রমণ চালানোর উপক্রম হোন। আমরা সেখান থেকে অধ্যক্ষকে রক্ষা করে নিরাপদে পৌঁছে দিই। 



দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  বিপ্লব কুমার বিশ্বাস জানান, এ ঘটনায় মাদ্রাসা অধ্যক্ষ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।