lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
Last Updated 2024-01-26T09:28:59Z
আইন ও অপরাধ

গুইমারায় পলাতক আসামী ১৪ বছর পর গ্রেফতার - BD Prokash

Advertisement


মোঃমাসুদ রানা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ

                                                                                  

খাগড়াছড়ির গুইমারা থানা পুলিশের বিশেষ অভিযানে  পরোয়ানাভূক্ত পলাতক আসামী কেখাই অং মারমা কে ১৪ বছর পর গ্রেফতার করেছে।



শ্রুক্রবার ২৬ জানুয়ারি গভীর রাতে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম বার) এর দিক নির্দেশনায়,গুইমারা থানার ওসি মোঃ আরিফুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে, এএসআই(নি:)মো: শাহনেওয়াজ,মো: বেল্লাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয়ফোর্সের সহযোগীতায় বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে গুইমারা থানাধীন ০২নং হাফছড়ি ইউনিয়নের, ৬নং ওয়ার্ডের পথাছড়া সাকিনে আসামীর বসত বাড়ী থেকে আসামীকে গ্রেফতার করে গুইমারা থানা পুলিশ।



গ্রেফতারকৃত আসামী গুইমারা থানাধীন ০২নং হাফছড়ি ইউনিয়নের, ৬নং ওয়ার্ডের পথাছড়া এলাকার মৃত অংগ্য কারবারীর ছেলে কেখাই অং মারমা। 



গুইমারা থানার এসআই(নিঃ) জহিরুল ইসলাম জানান, পরোয়ানা মুলে আসামীকে গ্রেফতার করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।