Advertisement
✏ নাটোর প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অ্যাড. মো.আবুল কালাম আজাদকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২৭ জানুয়ারি শনিবার সন্ধ্যায় তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনার আয়োজন করা হয়।নাগরিক সংবর্ধনা পরিচালনা পরিষদের আহবায়ক আওয়ামী লীগ নেতা জামিলুর রহমান বাবু অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথির বক্তব্য দেন নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাড.মো.আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নুল আবেদিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান।
এ সময় তমালতলা এলাকায় স্থাপিত ব্যাংক,এনজিও,স্কুল, কলেজ,ব্যবসায়ী সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরে গম্ভীরা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।