lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
Last Updated 2024-01-31T16:19:45Z
সারাদেশ

পঞ্চগড় নিউ প্রেসক্লাব এর চতুর্থতম প্রতিষ্ঠা বার্ষিকী ও ক্লাব উদ্বোধন - BD Prokash

Advertisement


পঞ্চগড় জেলা প্রতিনিধি:


পঞ্চগড় নিউ প্রেসক্লাব এর চতুর্থতম প্রতিষ্ঠা বার্ষিকী, ও  পঞ্চগড় নিউ প্রেসক্লাবটি (এফ,আর,এস,বি) এর আওতাভুক্ত যার  রেজিষ্ট্রেশন নাম্বার (S-13783) । 



ক্লাব উদ্বোধনী অনুষ্ঠানে  উপস্থিত সাংবাদিকবৃন্দ ও উপদেষ্টা বৃন্দ অতিথি বৃন্দ এর উপস্থিতিতে গত ২৬ শে জানুয়ারি সারাদিন পঞ্চগড় এর প্রাণকেন্দ্র এইচ, কে প্লাজার  দ্বিতীয় তলা পঞ্চগড়, ক্লাব ঘরে অনুষ্ঠান উপভোগ করেন পঞ্চগড় নিউ প্রেসক্লাব পরিবার।



অনুষ্ঠানে যথাসময়ে অতিথিবৃন্দদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। অতিথিবৃন্দ ফিতা কেটে আসন গ্রহণ করার পর শুরু হয় আলোচনা সভা। 



আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে ক্লাবের শুভ উদ্বোধনের ঘোষণা  করেন পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় নিউ প্রেসক্লাবের উপদেষ্টা  এস এম হুমায়ুন কবির উজ্জ্বল  আরো উপস্থিত ছিলেন জেলা  আওয়ামী লীগের সংস্কৃতি সম্পাদক ও পঞ্চগড় নিউ প্রেসক্লাবের নারী উপদেষ্টা  নুর নাহার নূরি। 



আরো উপস্থিত হয়ে ছিলেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের সম্মানিত মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন,উপস্থিত হয়েছিলেন পঞ্চগড় পৌর কাউন্সিলর মোঃ আরিফ হোসেন।


উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা শেষে ভজন প্রীতির আয়োজন, ভজন প্রীতি শেষে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা করা হয়।



পঞ্চগড় নিউ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও এবারের নির্বাচিত সভাপতি মোঃ তোতা মিয়া, সহযোগী প্রতিষ্ঠাতা,  সাধারণ সম্পাদক মোছাঃ আছমা আক্তার আখি ও সাংগঠনিক সম্পাদক  এস,এম সাদেকুজ্জামান সয়েল অনুষ্ঠানে আগত সকল অতিথিবৃন্দ ও সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।