Advertisement
✏ মোঃ মাসুম হোসেন অন্তু, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অটোভ্যানে ট্রাকের ধাক্কায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ঐ অটোরিকশা চালক।
বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি বড়াল সেতু এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাবনার সাঁথিয়া উপজেলার সিলন্দা গ্রামের আনসার তালুকদার এবং তার স্ত্রী ফরিদা খাতুন। আহত অটোরিকশা চালকের পরিচয় জানা যায়নি।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের টিম লিডার খোরশেদ আলম জানান, সন্ধ্যায় শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ব্রিজ এলাকায় বগুড়া-নগড়বাড়ি মহাসড়কে একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা যাত্রী স্বামী-স্ত্রী ও চালক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আনসার তালুকদার এবং তার স্ত্রী ফরিদা খাতুনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করে স্থানীরা, ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। খবর পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।