Advertisement
আলী রেজা রাজু, ঢাকা:
সাভার আমিনবাজারের ডিআরএস এলাকা থেকে রবিবার ২১/১/২৪ ইং তারিখে, অনুমানিক ১:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিওিতে বিদেশী পিস্তলসহ এক ব্যাক্তিকে আটক করে সাভার মডেল থানার পুলিশের টহল টাইগার টিমের সহকারী উপ-পরিদর্শক মিলন। আটককৃত ব্যাক্তির নাম:পুলক চন্দ্র সরকার(৩০),পিতা:রবীন্দ্রনাথ।ঠিকানা:গ্রাম+পোস্ট -ডেমরা,উপজেলা-বনাইনগর ফরিদপুর,জেলা:পাবনা।পরবর্তীতে অস্ত্রসহ আটক ব্যাক্তিকে সাভার মডেল থানায় নেয়া হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন,সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবার আলী খাঁন।