lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
Last Updated 2024-01-25T09:29:39Z
শীতবস্ত্র বিতরণ

দোয়ারাবাজারে সুবিধাবঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ করা - BD Prokash

Advertisement


দোয়ারাবাজার (সুনামগঞ্জ):


সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের সমাজ সেবক মামুন মিয়া'র পক্ষ থেকে,বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কানন আলম'র সার্বিক ব্যবস্থাপনায়,মান্নারগাঁও ইউনিয়নের  ইউপি সদস্য ফরহাদ আলম ও দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল মিয়ার সহযোগিতায় বুধবার (২৪ জানুয়ারি) দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব চাইরগাঁও খেয়াঘাটে এলাকার অর্ধশতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণের এই কর্মসূচী পালন করা হয়।



হাঁড় কাঁপানো এই শীতে কম্বল পেয়ে দাতাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে সুবিধাবঞ্চিতরা।সবাই মান্নারগাঁও ইউনিয়নের সমাজ সেবক মামুন মিয়া,বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কানন আলম,মান্নারগাঁও ইউনিয়নের সদস্য ফরহাদ আলম ও দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল মিয়ার জন্য দোয়া করেন। সব সময় যেনো তারা মানবতার সেবায় এগিয়ে আসেন এই কামনা তাদের।



ওই এলাকার স্বামী হারা গৃহবধূ কামরুন্নাহার  বলেন, গত বন্যায় স্বামী মারা গেছে,অভাবের তাড়নায় দুই মেয়েকে নিয়ে দুই বেলা খাতে পাইনি। শীতের কাপড় কিনব কি করে? তাই ঠাণ্ডার ভয়ে বিকেল হলেই ঘরে দরজা দিয়া থাকি। দম ফেলতে পারিনি। কম্বলডা পাইয়া এখন কিছুডা চিন্তামুক্ত হলাম।



নৌকা দূর্ঘটনায় স্বামীকে হাঁরায় ফজিলা আক্তার,গত নভেম্বরে চেলা নদীর খেয়াপারাপার করতে গিয়ে দু'নৌকার মুখোমুখি সংঘর্ষে নিহত হন ফজিলার স্বামী শাহজাহান মিয়া,পরিবারে ছেলে সন্তান না থাকায় চার মেয়েকে নিয়ে খুবি কষ্টে দিন পার করছিলেন। আত্মীয়-স্বজনও তেমন নেই। ফজিলার ঠাই হয়েছে অন্যের বাড়িতে। কম্বল উপহার পেয়ে ফজিলা আক্তার বেশ খুশি হয়েছেন। কম্বল হাতে নিয়ে বলেন, ‘দিনেতো রোদ উঠিলেও রাইতে ঠান্ডাটা  বেশি পড়ে। ভোর রাইতে টপটপ করে শীত পড়ে। আমরারে কেউ দেখেনা। আপনারা কম্বল  দিলেন। আমাদের খুব উপকার হবে।