Advertisement
✏ নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে ২নং ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে (লালপুর -বাগাতিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৬জানুয়ারি) বিকালে উপজেলার গৌরীপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইলিয়াস মল্লিকের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১(লালপুর -বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য, নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, এছাড়াও উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাবনি সুলতানা, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য অধ্যাপক আমজাদ হোসেন,সাবেক ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার বানু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান সরল, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল প্রমুখ।