lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
Last Updated 2024-01-31T03:47:22Z
জাতীয়

ফুলের রাজধানীখ্যাত গদখালীর পানিসারায় আজ শুরু হচ্ছে ফুল উৎসব - BD Prokash

Advertisement

 

জহিরুল ইসলাম যশোর সংবাদদাতা 


ফুলের রাজধানীখ্যাত যশোরের গদখালীতে দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে চার দিনব্যাপী ফুল উৎসব। আজ বুধবার ৩১ জানুয়ারি শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা।



ফুলের রাজধানীখ্যাত ঝিকরগাছার উপজেলা প্রশাসনের আয়োজনে গদখালীর, পানিসারা-হাড়িয়া ফুলমোড়ে অনুষ্ঠিত হবে এ ফুল উৎসব। ফুল উৎসবের সার্বিক তত্ত্বাবধানে করছে যশোর জেলা প্রশাসন।



ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল এই তথ্য নিশ্চিত করেছেন।



তিনি জানান, যশোরের অপরূপ সৌন্দর্যের লীলাভূমি ফুলের রাজ্য ঐতিহ্যবাহী উপজেলা ঝিকরগাছা। বৈচিত্রময় এ ফুলের রাজ্যকে সকলের সামনে তুলে ধরার লক্ষ্যে দ্বিতীয়বারের মত আয়োজিত হতে যাচ্ছে “ফুল উৎসব ২০২৪"। চার দিনব্যাপী ফুল উৎসবে উপজেলা প্রশাসনের আয়োজনে থাকছে নানাবিধ কর্মসূচি। আজ বুধবার ফুল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।



৩রা ফেব্রুয়ারী শনিবার ফুল উৎসবের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যশোর জেলা প্রশাসক, মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।



ফুল উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, যশোর ৮৬-২ (চৌগাছা—ঝিকরগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য ডা: মোঃ তৌহিদুজ্জামান তুহিন।



ফুল উৎসবের অনুষ্ঠানসূচির প্রথমদিনে রয়েছে, উদ্বোধনী অনুষ্ঠান, ফুল প্রদর্শনী ও স্টল পরিদর্শন, এবং কুষ্টিয়া লালন একাডেমির উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান।



দ্বিতীয়দিনের সূচিতে রয়েছে নারী ফুলচাষীদের নিয়ে উঠান বৈঠক এবং 'মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি' সংকলনে প্রামান্যচিত্র প্রদর্শন। তৃতীয়দিনের অনুষ্ঠানসূচিতে রয়েছে কৃষক সমাবেশ ও সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।



চতুর্থ ও শেষদিনের অনুষ্ঠান সূচিতে আছে শিশুদের চিত্র অংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।



ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল জানান, এবারের ফুল উৎসবের অনুষ্ঠানসূচিতে কিছু ব্যতিক্রম আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও ফুল উৎসব চলমান থাকবে। এই অঞ্চলের চাষীদের ফুল উৎপাদন ও বিপণনে বাড়তি প্রশিক্ষনের ব্যবস্থাও করা হবে বলে তিনি জানান।