lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
Last Updated 2024-01-27T13:31:04Z
আইন শৃঙ্খলা সভা

ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে আইন শৃংখলা ও মাসিক সমন্বয় সভা - BD Prokash

Advertisement


মো: মজিবর রহমান শেখ: 


ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদে আইন শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।২৫ জানুয়ারি বৃহস্পতিবার  সকালে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ সভাকক্ষে আইন শৃংখলা ও মাসিক সমন্বয় সভায় বালিয়াডাঙ্গী  উপজেলা নির্বাহী অফিসার মোছা: আফছানা কাওছার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো:মাজহারুল ইসলাম সুজন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চেয়ারম্যান প্যালেন-১ (ভারপ্রাপ্ত) মোছা:আলেয়া পারভীন, বালিয়াডাঙ্গী   উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোছা: ফাতেহা তুজ জোহরা,বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মো:ফিরোজ কবীর, বালিয়াডাঙ্গী  উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি মো: জুলফিকার আলি, সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত বাবু,উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শামিম, বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক মেডিকেল অফিসার আহাদুজ্জামান সজিব,বিজিবি কম্পানী কমান্ডারগন,৮ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এসময় বক্তব্য রাখেন। এর আগে সভার শুরুতে নবনির্মিত সংসদ সদস্য অধ্যক্ষ মো:মাজহারুল ইসলাম সুজন ও নতুন দায়িত্ব প্রাপ্ত উপজেলা চেয়ারম্যান প্যালেন-১ মোছা:আলেয়া পারভীনকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।