Advertisement
নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের লালপুরে জমিজমা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলা ওয়ালিয়া ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে এঘটনা ঘটে। আহতরা হলেন, একই এলাকার মৃত সৌরদ্দিনের ছেলে আজিম (৩৫), নাজিম (৩৩), নাসিম (২৮) ও অপরপক্ষের রফিকুলের ছেলে রাব্বি (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুইবছর যাবৎ আজিম ও রফিকুলের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এনিয়ে সোমবার বিকালে বাকবিতণ্ডার এক পযাযে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের মোট চারজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আশেপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে ওয়ালিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ নীরেন্দ্রনাথ মন্ডল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।