lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
Last Updated 2024-01-27T08:04:13Z
আইন ও অপরাধ

ফরিদপুরের নতুন বাস স্ট্যান্ড থেকে সুটকেস ভর্তি যুবকের লাশ উদ্ধার - BD Prokash

Advertisement

 

বিধান মন্ডল ফরিদপুর প্রতিনিধি:


ফরিদপুর শহরের নতুন বাস স্ট্যান্ড এলাকা থেকে একটি  রোববার (২৭ জানুয়ারি) সুটকেস  ভর্তি অজ্ঞাতনামা  এক যুবকের লাশ উদ্ধার করেছে ফরিদপুর থানা পুলিশ। বিষয় টি শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার মোঃ শামীম এ তথ্য নিশ্চিত করেন। 



এর আগে শনিবার(২৬ জানুয়ারি) সকালে নতুন বাস স্ট্যান্ড এলাকার গোল্ডেন লাইন বাস কাউন্টারের সামনে একটি সুটকেস থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে সুটকেসের ভেতর থেকে অজ্ঞাত নামা ৪৫ বছরের ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। 



প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে রাজবাড়ি রাস্তার মোড়  থেকে একটি মাহিন্দ্র করে বোরকা পরিহিত এক মহিলা সুটকেসটি ৪-৫ জন লোকের সহায়তায় মাহিন্দ্র থেকে এ সুটকেস টি নামায়। পরে সুটকেস গোল্ডেন কাউন্টারের সামনে একটি লাইটপোষ্টের সামনে রেখে দিয়ে ঢাকার একটি পরিবহনে পলায়ন করে। পরে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 



ফরিদপুর কোতোয়ালী থানার এস আই মোহাম্মদ শামীম জানান, মৃতদের পরিচয় এখনো জানা যায়নি। তবে আমরা ময়নাতদন্ত করে এবং খোঁজখবর করে হত্যাকাণ্ডের ঘটনা ও তার পরিচয় ব্যাপারে জানতে চেষ্টা করব।