lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
Last Updated 2024-01-15T13:59:43Z
সারাদেশ

মাদারগঞ্জে আগামী ১৮ জানুয়ারী থেকে শুরু হতে যাচ্ছে ৬ দিনব্যাপী চারণ নাট্যমেলা - BD Prokash

Advertisement
ছবি : বাংলাদেশ প্রকাশ


আকন্দ সোহাগ


হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে এ স্লোগানে জামালপুরের মাদারগঞ্জের গুনারীতলা ইউনিয়নের জোড়খালী বাজারে শুরু হতে ৬ দিন ব্যাপি যাচ্ছে চারণ নাট্যমেলা-২০২৪।  চারণ থিয়েটার মোসলেমাবাদ এর আয়োজনে আগামী ১৮ জানুয়ারী থেকে ইসলামাবাদ ওয়াসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ মেলা শুরু হবে। মেলা উপলক্ষে ৬ দিন ব্যাপি চলবে আলোচনা সভা ও নাট্যৎসব। নাট্যৎসবে চারণ থিয়েটারসহ দেশের বিভিন্ন অঞ্চলের থিয়েটার সংগঠনের পরিবেশনায় নাটক ও গীতি নাট্য মঞ্চায়িত হবে। মেলায় থাকবে নাগর দোলা,ট্রেন গাড়ী, বিনোদনের জন্য থাকবে ভূতের বাড়ি ও মটরসাইকেল সার্কাস। থাকবে সকলের ধরনের খেলনার পশরা। বিভিন্ন ধরনের মূখরোচক খাবারের  স্টল,থাকবে শীতের পোষাকের সমাহারসহ ঘরের আসবাব ফার্নিচার। সোমবার বিকেলে সরজমিন গিয়ে দেখা যায় মেলা ও নাট্যৎসব এর মঞ্চ প্রস্তুতি চলছে। চারণ মেলা ও নাট্যৎসবকে প্রাণবন্ত করতে   জামালপুরবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন চারণ মেলা আয়োজক কমিটির সভাপতি বিশিষ্ট নাট্যকার সাখাওয়াত হোসেন ও সহ সভাপতি গুনারীতলা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজু।