lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
Last Updated 2024-01-26T14:21:41Z
শীতবস্ত্র বিতরণ

বাঘা মডেল প্রেস ক্লাবের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ - BD Prokash

Advertisement


বাঘা (রাজশাহী )প্রতিনিধি:


রাজশাহীর বাঘা উপজেলার স্বনামধন্য সাংবাদিক সংগঠন বাঘা মডেল প্রেস ক্লাবের পক্ষ থেকে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার  (২৬ জানুয়ারি) বেলা ১১ টায় বঙ্গবন্ধু চত্বর এলাকায় প্রেসক্লাবের  কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়।



প্রেসক্লাবের  সভাপতি, দৈনিক আমাদের সময় বাঘা উপজেলা প্রতিনিধি শাহানুর আলম বাবু'র  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দৈনিক মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি হাবিল উদ্দিনের  সঞ্চালনায়  শীতবস্ত্র বিতরণ করা হয়। 



এ সময় সভাপতি শাহানুর আলম বলেন,  অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব । মানুষ মানুষের জন্য। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত, গরিব দুঃখী,সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য  প্রত্যেক স্বাবলম্বী ব্যক্তির কাজ করা উচিত।



শীতবস্ত্র বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, বাঘা মডেল প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াস আহমেদসহ অন‍্যান‍্য সদস‍্যবৃন্দ।



উক্ত বিতরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় দুই শত জন দুস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল বিতরণ করা হয়।