lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
Last Updated 2024-01-25T10:03:56Z
সড়ক দুর্ঘটনা

দেওয়ানগঞ্জে ভটভটি চাপায় প্রাণ গেলো এক যুবকের - BD Prokash

Advertisement


মহসিন রেজা, দেওয়ানগঞ্জ, (জামালপুর) প্রতিনিধি


জামালপুরের দেওয়ানগঞ্জে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে মোঃ জুয়েল (২২) নামে এক যুবক নিহত হয়েছে। তিনি ভটভটি চালকের সহকারী হিসেবে কাজ করতেন। 



বুধবার  (২৪ জানুয়ারি) বিকেলে পৌর শহরের চুনিয়াপাড়া আছরআমিনের বাড়ী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পরে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি)  চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়। 



নিহত মোঃ জুয়েল পৌর শহরের চিকাজানী চন্দ্রাপাড়া এলাকার মোঃ মিন্টুর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস।



স্থানীয়রা জানান, বুধবার বিকেলে ইট বোঝাই একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি চালকের সহকারি জুয়েলের উপর উঠে যায়। এতে গুরুতর আহত হয় জুয়েল। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ হাসপাতালে নেয়, অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানেও অবস্থার উন্নতি না হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার সে মারা যায়।  



দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।