lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
Last Updated 2024-01-29T11:05:16Z
অনিয়ম

সার্ভিস লেনেই রাখা হয় বাস, প্রাইভেটকার,মহাসড়কে চলাচল করে অনুমতিহীন লেগুনা - BD Prokash

Advertisement

 
▪️ প্রসাশনের নেই তৎপরতা 

আলী রেজা রাজু,সাভার,(ঢাকা): 


সাভারের হেমায়েতপুরে পুরো সার্ভিস লেন জুড়ে রাখা হয় রাজধানী পরিবহনের বাস পার্কিং করে রাখা হয়।প্রাইভেটকার ও মহাসড়কে চলাচল করে অনুমতিহীন লেগুনা,অটোরিকশা। সাভারের হেমায়েতপুরে ঢাকা আরিচা মহাসড়কে মহাসড়ক জুড়ে রাখা হয় আন্তঃজেলা  অভ্যন্তরীণ রাজধানীর পরিবহনের বাস যা মহাসড়কের উপর পার্কিং করে রাখা হয়,ফলে সার্ভিস লেনে সৃষ্টি হয় যানজট দূভোর্গ।রাখ  হয় মহাসড়ক জুড়েই প্রাইভেট কার পার্কিং করে।অনুমতিহীন লেগুনা, অটোরিকশা মহাসড়কে দেদারসে চলাচল করে।সাথে ফিটনেস বিহীন বাস ও মহাসড়কে চলাচল করে।
গত বছরের দিকে শেষে এই  মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য,বিসিএস ক্যাডার,সাংবাদিকসহ প্রাণ হারিয়েছেন অনেকে।সড়কে শৃঙ্খলা ফিরানো ট্রাফিক পুলিশের  দায়িত্ব। 



হেমায়েতপুরে ট্রাফিক পুলিশের কার্যলয়ের সামনে বাস,প্রাইভেট পার্কিং করে রাখা হয় সার্ভিস লেন জুড়ে। 
এ বিষয় জানতে হেমায়েতপুরে দায়িত্বরত ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) রফিকুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি জানান আমরা ট্রাফিক  শৃঙ্খলা নিয়ে কাজ করছি, ট্রাফিক আইন ভঙ্গ কারী গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি।