Advertisement
✏ সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আল মদিনা একাডেমির শিক্ষার্থীরা ২০২৩ সালে বিভিন্ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ১৪ টি বৃত্তি অর্জন করেছে। উপজেলার স্থানীয় নরসিংপুরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল মদিনা একাডেমির ছাত্রছাত্রীরা ঐতিহ্যগতভাবে সুনাম ও কৃতিত্বের স্বাক্ষর অব্যাহত রেখেছে।
জানা গেছে, সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) আয়োজিত ২০২৩ সালের ৩২তম নসকস মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে আল মদিনা একাডেমির ৭ জন শিক্ষার্থী বৃত্তিলাভ করে। ৪ জানুয়ারি প্রকাশিত ফলাফল ঘোষণা অনুযায়ী বৃত্তিপ্রাপ্তরা হচ্ছেন: পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুল- ফাইজা জান্নাত নওরিন, শিরহাতুল সারওয়ার রাহী, সাঈদ জাকারিয়া, সৈয়দ মোহাম্মদ সাদী ও মোশাররফ হোসেন বুরহান। অষ্টম শ্রেনিতে ট্যালেন্টপুল- মাহজুবা রহমান সামিয়া ও শাহরিয়ার নাহির লাভ করে।
দেশের শীর্ষ জাতীয় মাসিক শিশু কিশোর পত্রিকা কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরিক্ষায়'২০২৩-এ অংশগ্রহণ করে ৪ জন কৃতি শিক্ষার্থী পঞ্চম শ্রেনীতে মোশারফ হোসেন বোরহান, সাঈদ জাকারিয়া, অষ্টম শ্রেনীতে মাহজুবা রহমান সামিয়া ও শাহরিয়ার নাহির বৃত্তি লাভ করে।
দোয়ারাবাজার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ১ম মেধাবৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করে, চলতি মাসের ২৭ জানুয়ারি প্রকাশিত মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল অনুযায়ী পঞ্চম শ্রেনীতে শিহরাতুল সারওয়ার রাহী, সৈয়দ মোহাম্মদ সাদী ও মোশাররফ হোসেন বুরহান কৃতিত্বের সহিত বৃত্তি লাভ করে।
শিক্ষার্থীদের এমন সাফল্যে একাডেমি কর্তৃপক্ষ মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছেন। পাশাপাশি বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী, তাদের অভিভাবক ও শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন।