lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
Last Updated 2024-01-27T13:22:31Z
ধর্ম

গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়ন মসজিদের ভিত্তি স্থাপন - BD Prokash

Advertisement


গাবতলী বগুড়া প্রতিনিধি:


বগুড়া গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের নিজ কাঁকড়া গ্রামের বাইতুল নূর জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন প্রধান অতিথি প্রথম শ্রেণীর ঠিকাদার  বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো: দৌলতুজ্জামান ধলু সরকার।গতকাল শনিবার সুখানপুকুর ইউনিয়নের নিজকাঁকড়া গ্রামের জামে মসজিদের ভিত্তি স্থাপন করা হয়।এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান,খোকন সরকার,সাবেক চেয়ারম্যান এস এম লতিফুল বারী মিন্টু ফারুক আহমেদ জুগলু,রায়হান হোসেন (ইমাম), মসজিদের সভাপতি ফুল মিয়া, সেক্রেটারি বুলবুল আহমেদ,আপিল,মকবুল,মতি,খাজা,ফরহাদ,খট্টু,মোস্তাসহ গণ্য-মান্য ব্যক্তি-বর্গ। মসজিদের উন্নয়ন কল্পে প্রধান অতিথি ২.৫০ টন রড দান করেন।