Advertisement
আছমা আক্তার আখি পঞ্চগড় জেলা প্রতিনিধি,
পঞ্চগড় জেলার সম্মানিত পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পিপিএম, ও সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব রুনা লায়লা মহোদয়গনের দিক-নির্দেশনায় বোদা থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে বোদা থানার এসআই মোঃ আমজাদ আলী মন্ডল, এসআই আব্দুস সালাম, এএসআই মোহাম্মদ সেকেন্দার বাদশা ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ২১ জানুয়ারি বোদা থানাধীন ২ নং ময়দানদিঘী ইউপির ময়দানদিঘি এলিট পাম্পের সামনে পাকা রাস্তার উপর অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য গাজা বিক্রয়ের সময় আসামি ১। মোঃ মো: আব্দুল করিম(২৬), পিতা- মৃত আবুল কাশেম, গ্রাম মোলানি পাড়া , থানা-পঞ্চগড় সদর, জেলা-পঞ্চগড়কে ২০০ গ্রাম গাঁজাসহ হাতে নাতে আটক করা হয়।
এসআই মোঃ আমজাদ আলী মন্ডল এর আনীত অভিযোগের প্রেক্ষিতে আসামি মো: আব্দুল করিম বিরুদ্ধে বোদা থানার মামলা নং ২৪, তারিখ ২১/০১/২০২৪, ধারা -২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) রুজু করা হয়।
আসামিকে যথা সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হবে। মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।