lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
Last Updated 2024-01-30T06:05:53Z
আইন ও অপরাধ

পঞ্চগড় বোদা থানা পুলিশ কর্তৃক ৪৮ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - BD Prokash

Advertisement

 

পঞ্চগড় প্রতিনিধি:


আজ ২৯ জানুয়ারি বোদা থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।



পঞ্চগড় জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস এম সিরাজুল হুদা পিপিএম, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব রুনা লায়লা মহোদয়গনের দিক-নির্দেশনায় বোদা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে বোদা থানার এস আই মোঃ আব্দুর রাজ্জাক, এএসআই মতিউর রহমান , এএসআই সাজদুর রহমান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ২৮ ১১:১৫  মিনিট বোদা থানাধীন বোদা পৌরসভার বোদা বাজারস্থ  সৌরভ বর্মনের কাঠের ফার্নিচারের দোকানের সামনে মরিচহাটিগামি কাঁচা রাস্তার উপর   নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট বিক্রয়ের সময় আসামি ১। মোঃ আসাদুল ইসলাম (৩২), পিতা- মৃত নজরুল ইসলাম , সাং-সরদারপাড়া , থানা-বোদা, জেলা-পঞ্চগড়কে ৪৮ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট মাদকদ্রব্য সহ আসামি কে হাতে নাতে  গ্রেফতার করা হয়। 



এসআই আব্দুর রাজ্জাকের আনীত অভিযোগের প্রেক্ষিতে আসামি মো: আসাদুল ইসলাম এর  বিরুদ্ধে বোদা থানার মামলা নং ২৯, তারিখ ২৮/০১/২০২৪, ধারা -২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক) রুজু করা হয়। 



আসামিকে যথা সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



উদ্ধারকারী অফিসার পুলিশ পরিদর্শক জনাব মোঃ মোজাম্মেল হক, এস আই মো: আব্দুর রাজ্জাক, এএসআই মতিউর রহমান , এএসআই সাজদুর রহমান ও সঙ্গীয় ফোর্স, বোদা থানা, পঞ্চগড়।