lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
Last Updated 2024-01-26T13:43:44Z
সড়ক দুর্ঘটনা

শার্শায় মোটরসাইকেল ধাক্কায় সাইকেল আরোহী নিহত - BD Prokash

Advertisement


বেনাপোল প্রতিনিধি:


শার্শায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় বাবলু (৬০)নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্প্রতিবার (২৫ জানুয়ারী) সন্ধায় যশোর- সাতক্ষীরা মহাসড়কের জামতলা মবিল ফ্যাক্টরী নামক স্থানে পাশে এ দুর্ঘটনা ঘটে।নিহত বাবলু তিনি উপজেলার সামটা গ্রামের মৃত সরদার পশারীর ছেলে।



নিহতের স্বজন বাবু মোল্লা জানান ,বাবলু প্রায় সময় সাইকেল চড়ে বাড়ি থেকে বাগআঁচড়া যেতো।ঘটনার দিনও সে সাইকেল যোগে  বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর- সাতক্ষীরা মহাসড়কের জামতলা মবিল ফ্যাক্টরীর সামনে পৌঁছালে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজরে ধাক্কা দেয়।



এতে রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান বাবলু। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগ কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এদিকে বাবলুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।শোকে শোকাহত গোটা পরিবার।