lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
Last Updated 2024-01-26T12:50:25Z
আইন ও অপরাধ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে রান্নাঘর থেকে ২৩৯ বোতল ইস্কাপ উদ্ধার - BD Prokash

Advertisement

 

মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ


কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের একটি টিম গতকাল (২৫ জানুয়ারি) ২০২৪ তারিখ রাত্রী আনুমানিক ১২:০০ ঘটিকার সময় ফুলবাড়ী থানাধীন উত্তর কুটি চন্দ্রখানা গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ জায়েদুল হক (৪২)  এবং মোঃ হাসান আলী (২৫) এর বসতবাড়ির রান্নাঘরের ভিতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২৩৯ বোতল মাদকদ্রব্য ইস্কাফ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে ফুলবাড়ী থানার একটি টিম।  দীর্ঘদিন ধরে অত্যন্ত চতুরতার সাথে নানা কুটকৌশলে এই মাদক কারবারী উক্ত এলাকায় মাদক কারবারের সাথে জড়িত বলে এলাকাবাসী অনেকেই জানিয়েছেন। যত চতুরতায় করুক না কেন অবশেষে পুলিশের জালে গ্রেফতার হয়েছে  এই মাদক কারবারী। 



কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি দ্বয় বিশেষ কায়দায় রান্নাঘরে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করে রেখেছিল কিন্তু ফুলবাড়ী থানা পুলিশের অভিযানে মাদক সহ হাতেনাতে গ্রেফতার হয় ২ জন মাদক কারবারি। উক্ত বিষয়ে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।