lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
Last Updated 2024-01-31T13:04:53Z
আইন ও অপরাধ

বাগাতিপাড়ায় নৌকার নির্বাচন করায় হামলার শিকার কৃষকলীগ নেতা-সুরুজ - BD Prokash

Advertisement


বাগাতিপাড়া নাটোর প্রতিনিধি:


দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে নাটোর-১আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বকুলের একদলীয় কর্মী সিরাজুল ইসলাম সুরুজ কে মারধরের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের আবুল কালাম আজাদের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।



গত সোমবার (২৯ জানুয়ারী) সন্ধ্যা পৌনে ৬টার দিকে দয়রামপুর বাজার এলাকায় কৃষক-লীগ নেতা সিরাজুল ইসলাম সুরুজ এ হামলার শিকার হন। 



সুরুজ জানান, সন্ধ্যার পর দয়রামপুর বাজার মসজিদে নামাজ শেষে দয়রামপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ওয়ালটন শোরুমের সামনে দিয়ে যাওয়ার পথে স্বতন্ত্র সমর্থক মামুন আলী, আনিসুর রহমান, মিলন আলী ও আরিফুল ইসলাম'সহ অজ্ঞাত ২/৩ জন সন্ত্রাসী আমাকে এস এস পাইপ দিয়ে এলোপাথাড়ি শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে, অকথ্য ভাষায় গালিগালাজ, ভয়-ভীতিসহ প্রকাশ্যে জন সম্মুখে প্রাণনাশের হুমকি প্রদান করে ঘটনা স্থলত্যাগ করেন তারা।



তিনি বলেন, পরে স্থানীয়রা আমাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।



এদিকে সুরুজ এর ছোট ভাই মিজানুর রহমান বলেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীর সাথে কাজ করায় আজ আমার ভাই মৃত্যুর সঙ্গে  লড়াই করছে। আমার ভাইয়ের উপর হামলাকারীদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।



বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ওহিদুল ইসলাম গোকুল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তারা নৌকার পক্ষে কাজ করেছিলেন।নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন এখন তাদের হাতেই আওয়ামী লীগ কর্মী-সমর্থকরা হুমকি হামলা, মারধরের শিকার হচ্ছে। প্রশাসন ও কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে  তিনি এসব ঘটনায় জরিতদের বিরুদ্ধে ব্যবস্থা সহ বিচারের দাবি জানান।



বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)নান্নু খান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনি অবস্থা নেওয়া হবে।