Advertisement
মহসিন রেজা দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের দেওয়ানগঞ্জে বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাচ্চু মিয়া নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস।
আজ বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর এলাকায় রৌমারী ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ী বকশীগঞ্জ উপজেলার সূর্যনগর এলাকায়। তিনি রাজিবপুর পোস্ট অফিসে প্যাকারম্যান হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা বলেন রৌমারী ঢাকা মহাসড়কের দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর এলাকায় সরকারপাড়া মোড় নামক স্থানে যাত্রীবাহী একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক বাচ্চু মিয়ার পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শেরপুর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে বাসটিকে আটক করা যায়নি। এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।