lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
Last Updated 2024-01-27T11:06:22Z
অগ্নিসংযোগ

পোরশায় দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা - BD Prokash

Advertisement


ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ


 উপজেলার প্রাণকেন্দ্র সারাই গেছি মোড়ের একটি মবিল ও মোটর গাড়ির যন্ত্রাংশের দোকান রাতের অন্ধকারে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।



আজ শনিবার ২৭ জানুয়ারি ২০২৪  উপজেলার সারাইগাছি মোড়ে অবস্থিত মবিল ও গাড়ির যন্ত্রাংশের দোকান গতরাত দুইটাই দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।



দোকানের মালিক আলামিন বলেন দোকানে ১৫ থেকে ২০ লাখ টাকার মবিলসহ যন্ত্রাংশ ছিল। সব পুড়ে ছারখার হয়ে গেছে। দোকানে মবিল কেন গিয়ার অয়েল কেন ও মোটর গাড়ির যন্ত্রাংশ ছিল।



তিনি আরো বলেন, গতরাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি যান, দুইটার দিকে ফোনে জানতে পারেন তার দোকানে আগুন ধরেছে। ঘটনা শুনে তিনি হতাশ হয়ে পড়েন। তৎক্ষণাৎ ফায়ার সার্ভিস অফিসে সংবাদ দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বিভিন্ন এনজিও থেকে টাকা নিয়ে এ দোকানটা করেছিলেন তিনি। দুই তিন বছর হল এখনো লোনের টাকা পরিশোধ হয়নি। কে বা কাহারা আগুন ধরিয়ে দিয়েছে। এ ব্যাপারে পোরসা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।



পোরশা থানা অফিসার ইন চার্জ আতিয়ার রহমান এর সত্যতা স্বীকার করেন।