lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
Last Updated 2024-01-30T13:34:44Z
শীতবস্ত্র বিতরণ

নৈশ প্রহরীদের মাঝে শাহজাদপুর সাংবাদিক ফোরামের কম্বল বিতরণ - BD Prokash

Advertisement


মোঃ মাসুম হোসেন অন্ত, (সিরাজগঞ্জ) প্রতিনিধি: 


দরিদ্র শীতার্ত নৈশপ্রহরীদের মাঝে শীত নিবারণের লক্ষ্যে কম্বল বিতরন করেছে শাহজাদপুর সাংবাদিক ফোরামের সদস্যরা।



সোমবার (২৯ শে জানুয়ারি) রাতে শাহজাদপুর পৌর শহরের মনিরামপুর বাজারের ইউসুফ মার্কেটের সামনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল'র সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৈশপ্রহরীদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে সপ্তাহব্যাপী কম্বল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।



এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক রবিন আকন্দ, মণিরামপুর বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম।



শাহজাদপুর সাংবাদিক ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক তাহছিন নূরী খোকন, সহ-সভাপতি আব্দুল্লাহ মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদ হাসান মুন্না, সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন রাজা, অর্থ ও দপ্তর বিষয়ক সম্পাদক সেলিম তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল হক বাবু, সিনিয়র সদস্য ফারুক সরকার, শরিফুল ইসলাম, হিরু খন্দকার ও সাহেব আলী প্রমুখ।



এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান বলেন, আমরা জানি সাংবাদিকদের কাজ সংবাদ পরিবেশন করা। তবে শাহজাদপুর সাংবাদিক ফোরামের শীতার্ত নৈশ প্রহরীদের জন্য কম্বল বিতরণের মতো মানবিক এই উদ্যোগকে আমি ধন্যবাদ ও সাধুবাদ জানাই।



তিনি আরও বলেন, শাহজাদপুর সাংবাদিক ফোরামের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের এই মানবিক কাজে অনুপ্রাণিত হয়ে সমাজের সামর্থ্যবান মানুষেরা আর্ত-মানবতার সেবায় এগিয়ে আসবে এই কামনা করি।  এবং শাহজাদপুর সাংবাদিক ফোরাম তাদের এই কাজ অব্যাহত রেখে সংবাদ পরিবেশনের পাশাপাশি সমাজের ছিন্নমূল ও অসহায় মানুষের সহযোগিতা করবেন এই প্রত্যাশা করি।