Advertisement
✏ আকন্দ সোহাগ মাদারগঞ্জ
জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মাদারগঞ্জ সমিতি ঢাকার মাদারগঞ্জ উৎসব - ২০২৪। শুক্রবার নারায়ণঞ্জের বন্দর উপজেলার মদনপুরে অবস্থিত সায়রা গার্ডেন রিসোর্টে মাদারগঞ্জ সমিতি ঢাকার আয়োজনে দিনব্যাপি চলে এ উৎসব। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এরপর চলে ক্রীড়া প্রতিযোগিতা। দুপুরে মধ্যাহ্নভোজের পর চলে আলোচনা সভা।
মাদারগঞ্জ সমিতি ঢাকার সভাপতি ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমান রিপনের সভাপতিত্বে ও মাদারগঞ্জ সমিতি ঢাকার যুগ্ন মহাসচিব মোহাম্মদ মাহমুদুন্নবী তরফদার লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দূর্নীতি দমন কমিশনের কমিশনার ও মাদারগঞ্জ সমিতি ঢাকার উপদেষ্টা মো. জহরুল হক,সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি ব্যারিস্টার বদরুদ্দৌজা বাদল,মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির,মাদারগঞ্জ সমিতি ঢাকার সহ সভাপতি ও মাদারগঞ্জ উৎসবের আহ্বায়ক শাহ মো. ফিরোজ,মাদারগঞ্জ সমিতি ঢাকার যুগ্ন মহাসচিব চৌধুরী শফিউল আজম রাসেল প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদারগঞ্জ সমিতি ঢাকার মহাসচিব এডভোকেট মো.জুলফিকার আলী বাবুল। আলোচনা শেষে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তিপ্রদান ও চতলা ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। এরপর সন্ধায় চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এতে গান পরিবেশন করেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী লুইপা, লিজা,সাব্বির,অঙ্কণ সহ নিজস্ব শিল্পীরা। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ করা হয়।
এসময় মাদারগঞ্জ সমিতি ঢাকার কার্যনির্বাহী কমিটির মির্জা আনোয়ারুল ইসলাম,আব্দুল খালেক আকন্দ,যুগ্ন মহাসচিব,রকিবুল ইসলাম রাজিব,সাংগঠনিক সচিব জাকারিয়া আহমেদ তরুন,রাশেদ আনসারী শাহীন,সমাজকল্যান সচিব মো.নুরজ্জামান নুরনবী,সাংস্কৃতিক সচিব মিতা মির্জা , সদস্য মির্জা শিপন,আজীবন সদস্য মোখলেছুর রহমান,আতিকুর রহমান স্বপন ও মো. লাঞ্জুসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দসহ ২ হাজার মাদারগঞ্জবাসী উৎসবে অংশ নেয়।