Advertisement
![]() |
ছবি : বাংলাদেশ প্রকাশ |
✏ আলী রেজা রাজু:
সাভারের হেমায়েতপুরে ফুতপাত ও মহাসড়কে দখল করে জনসাধারণের চলাচলের রাস্তায় বিঘ্ন ঘটাতো।বিষয়টা আইন শৃঙ্খলা বাহনী নজরে আসে এর ধারাবাহিকতায় হেমায়েতপুর ফুতপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা সাভার মডেল থানা পুলিশ।ফুতপাত দখল মুক্ত রাখতে পুলিশী তৎপর লক্ষ গেছে।ফুতপাতে প্রতিবন্ধতা সৃষ্টি করে অনেক হকার মাঝে মধ্যে বসতে দেখা যায় তবে পুলিশ ব্যাপক তৎপরতায় ফুতপাত দখল রাখতে ব্যর্থ হচ্ছে হকাররা।জনসাধারণের সাথে কথা বললে জানায় এখন তারা সাচ্ছন্দ্যে চলাচল করতে পারে এবং ধন্যবাদ জানায় পুলিশ প্রসাশনকে, আর তাদের এই ধারাবাহিকতা যাতে বজায় থাকে পুনরায় যাতে দখল না হয়।
এ বিষয় শিল্প নগরী পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক রাসেল মোল্যা বাংলাদেশ প্রকাশকে বলেন,কোথাও আইন শৃঙ্খলা অবনতি ঘটলে পুলিশ সেটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, ফুতপাত দখল করে বিঘ্ন সৃষ্টি করা আইন শৃঙ্খলার অবনতি আমাদের পুলিশ ব্যাপক তৎপর রয়েছে।