Advertisement
নুরুল করিম, (মহেশখালী) প্রতিনিধি:-
নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী প্রচারণার উৎসবের আমেজ। আগামী ৭ জানুয়ারি শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনকে ঘিরে জনসংযোগ, জনসভা, প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দলীয় প্রার্থীরা। দিনের পাশাপাশি রাতেও প্রার্থী ও তাদের লোকজনকে ভোট চাইতে দেখা যায়। কক্সবাজার-২ (মহেশখালী-কুুতুববিয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এর পক্ষে প্রচারনায় নেমেছেন কুতুবজোম ইউনিয়নের সমর্থক, স্থানীয় নেতাকর্মী ও একঝাঁক আওয়ামীলীগ নেতা। সাধারণ জনগণের জোয়ারে ভাসছে নৌকা।
বৃহস্পতিবার (০৪ জানুয়ারি ২০২৪) দুপুরে কুতুবজোম ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের হাট বাজার ও এলাকার বিভিন্ন অলি গলিতে নৌকা মার্কাকে বিজয়ী করতে সাধারণ মানুষের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা ও গণসংযোগ করছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব শাহাদাৎ হোসেন নেতৃত্বে প্রচারনায় অংশ নেন..বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও আওয়ামী মৎস্যজীবি লীগের কার্যানির্বাহী কমিটির নেতা আজিজ সিকদার, যুবনেতা মোহাম্মদ রাসেল, ছাত্রনেতা আব্দুল হক হিরণ, মোহাম্মদ মিয়া, শাকের উল্লাহ'সহ ভোটার ও দলীয় নেতাকর্মী'রা।
ইউনিয়নের জনপ্রিয় সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শাহাদাৎ হোসেন'কে একসঙ্গে দেখে উৎফুল্লা এলাকাবাসী ও ভোটাররা।
এসময় আওয়ামীলীগ নেতারা বলেন, নৌকা হচ্ছে বঙ্গবন্ধুর মার্কা, স্বাধীনতার মার্কা, শেখ হাসিনার মার্কা, উন্নয়নের মার্কা। অপশক্তি রুখতে নৌকার কোন বিকল্প নেই। তাই নৌকার পক্ষে মাঠে নেমেছি। নৌকার পক্ষে জনগণের সাড়া জেগেছে। আশা করি কুতুবজোম ইউনিয়নে নৌকা বিজয়ী হবে। মহেশখালী-কুতুবদিয়ায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক-এমপি'কে এবার ভোট দিয়ে তৃতীয় বারের মন্ত্রী নির্বাচন করবেন।