Advertisement
বরগুনা প্রতিনিধি:
বরগুনা জেলার ঐতিহ্যবাহী তালতলী প্রেসক্লাবের ২০২৪ সনের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল সোমবার (০৮ জানুয়ারী) রাত ৮টায় প্রেসক্লাবের সভা কক্ষে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মো. ইউসুফ আলী। এর আগে বিদায়ী সভাপতি মু. আ. মোতালিব ও সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম অনুষ্ঠানিকভাবে নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
প্রধান নির্বাচন কমিশনার মো. ইউসুফ আলীর সভাপতিত্বে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী কমিটির সভাপতি মু. আ. মোতালিব ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম আকাশ, তালতলী সাংবাদিক ফোরামের সভাপতি নাসির উদ্দিন,সাধারণ সম্পাদক হাইরাজ মাঝি , রিপোর্টার্স ইউনিটির সভাপতি কে এম রিয়াজুল ইসলামসহ প্রেসক্লাবের সদস্যরা।
শপথ নেওয়া সদস্যরা হলেন- সভাপতি মো. খাইরুল ইসলাম আকাশ, সহ সভাপতি মংচিন থান, সাধারণ সম্পাদক মুহা.আবু বকর ছিদ্দিক,যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, অর্থ সম্পাদক হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক কাওসার হামিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক, কার্য নির্বাহী সদস্য-১ মু. আ. মোতালিব,কার্য-নির্বাহী সদস্য-২মুজিবুর রহমান।
এ সময় নতুন সভাপতি মো. খাইরুল ইসলাম বলেন,আমি টানা তিন বছর এই সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। এরপরে আমাকে সবাই সভাপতি নির্বাচিত করেছেন।এজন্য প্রেসক্লাবের সকল সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞ।
উল্লেখ্য,গত ২৪ নভেম্বর তালতলী প্রেসক্লাব কার্যালয়ে ২০২৪ সনের মেয়াদে ৯টি পদে প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।