Advertisement
আছমা আক্তার আখি পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড় জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস এম সিরাজুল হুদা পিপিএম এবং দেবীগঞ্জ সার্কেলের সম্মানিত সহকারি পুলিশ সুপার রুনা লায়লার যৌথ দিক-নির্দেশনায় বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক এর নির্দেশে বোদা থানার এসআই/জাহাঙ্গীর আলম এর নের্তৃত্বে বোদা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ২ জানুয়ারি বিকেলে পাঁচপীর ইউনিয়ন পরিষদ এলাকা হতে চোরাই একটি চার্জার ভ্যান, যার মূল্য অনুমান ৩০,০০০/- টাকা সহ চোরকে আটক করা হয়।
এদের মধ্যে রয়েছে মোঃ আল আমিন(২১), পিতা-মোঃ আইবুল ইসলাম, গ্রাম কায়েতপাড়া, থানা ও জেলা-পঞ্চগড়, মোঃ মোস্তাফিজুর রহমান(২০), পিতা-জহুর আলী, গ্রাম, বসুনিয়াপাড়া, থানা ও জেলা-পঞ্চগড়, মোঃ বিপ্লব ইসলাম(২০), পিতা-আব্দুল জলিল, গ্রাম মনোর দিঘী, থানা ও জেলা পঞ্চগড়।
পরবর্তীতে চার্জার ভ্যানের মালিকের আনীত অভিযোগের প্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে বোদা থানার মামলা নং- ০৩, তারিখ: ৩ জানুয়ারি ধারা-৩৭৯ পেনাল কোড-১৮৬০ রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
অপর একটি ঘটনায় বোদা থানার এসআই/মঞ্জুরুল ইসলাম এর নের্তৃত্বে বোদা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিকেল ৩টার সময় ময়দানদিঘী ইউনিয়ন পরিষদ এলাকা হতে চোরাই একটি কালো রংয়ের খাসি ছাগল, যার মূল্য অনুমান ১৫,০০০/- টাকা এবং চোরাই কাজে ব্যবহৃত একটি অটো ইজি বাইক, মূল্য অনুমান ১,৫০,০০০/- টাকা সহ চোর আসামি মোঃ রবিউল ইসলাম(২২), পিতা-মোঃ নাজমুল হক, গ্রাম দক্ষিন রাজনগর(নতুন বস্তি), মোঃ সাহাজউদ্দিন(২০), পিতা-মোঃ আমিরুল ইসলাম, গ্রাম ঝাড়পুকুরী, থানা ও জেলা-পঞ্চগড়দ্বয় গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ছাগলের মালিকের আনীত অভিযোগের প্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে বোদা থানার মামলা নং- ০৪, তারিখ: ৪ ধারা-৩৭৯ পেনাল কোড-১৮৬০ রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। মাদক, জুয়া, চুরির বিরুদ্ধে বোদা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।