lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
Last Updated 2024-01-04T12:45:33Z
আইন ও অপরাধ

বোদা থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই চার্জার ভ্যান ও ছাগল সহ চোর আটক

Advertisement


আছমা আক্তার আখি পঞ্চগড় জেলা প্রতিনিধি


পঞ্চগড় জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস এম সিরাজুল হুদা পিপিএম এবং দেবীগঞ্জ সার্কেলের সম্মানিত সহকারি পুলিশ সুপার রুনা লায়লার যৌথ দিক-নির্দেশনায় বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক এর নির্দেশে বোদা থানার এসআই/জাহাঙ্গীর আলম এর নের্তৃত্বে বোদা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ২ জানুয়ারি   বিকেলে পাঁচপীর ইউনিয়ন পরিষদ এলাকা হতে চোরাই একটি চার্জার ভ্যান, যার মূল্য অনুমান ৩০,০০০/- টাকা সহ চোরকে আটক করা হয়। 



এদের মধ্যে রয়েছে  মোঃ আল আমিন(২১), পিতা-মোঃ আইবুল ইসলাম, গ্রাম কায়েতপাড়া, থানা ও জেলা-পঞ্চগড়, মোঃ মোস্তাফিজুর রহমান(২০), পিতা-জহুর আলী, গ্রাম, বসুনিয়াপাড়া, থানা ও জেলা-পঞ্চগড়,  মোঃ বিপ্লব ইসলাম(২০), পিতা-আব্দুল জলিল, গ্রাম মনোর দিঘী, থানা ও জেলা পঞ্চগড়। 



 পরবর্তীতে চার্জার ভ্যানের মালিকের আনীত অভিযোগের প্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে বোদা থানার মামলা নং- ০৩, তারিখ: ৩ জানুয়ারি ধারা-৩৭৯ পেনাল কোড-১৮৬০ রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।



অপর একটি ঘটনায় বোদা থানার এসআই/মঞ্জুরুল ইসলাম এর নের্তৃত্বে বোদা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে  বিকেল  ৩টার  সময় ময়দানদিঘী ইউনিয়ন পরিষদ এলাকা হতে চোরাই একটি কালো রংয়ের খাসি ছাগল, যার মূল্য অনুমান ১৫,০০০/- টাকা এবং চোরাই কাজে ব্যবহৃত একটি অটো ইজি বাইক, মূল্য অনুমান ১,৫০,০০০/- টাকা সহ চোর আসামি  মোঃ রবিউল ইসলাম(২২), পিতা-মোঃ নাজমুল হক, গ্রাম দক্ষিন রাজনগর(নতুন বস্তি), মোঃ সাহাজউদ্দিন(২০), পিতা-মোঃ আমিরুল ইসলাম, গ্রাম ঝাড়পুকুরী, থানা ও জেলা-পঞ্চগড়দ্বয় গ্রেফতার করা হয়। 



পরবর্তীতে ছাগলের মালিকের আনীত অভিযোগের প্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে বোদা থানার মামলা নং- ০৪, তারিখ: ৪ ধারা-৩৭৯ পেনাল কোড-১৮৬০ রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। মাদক, জুয়া, চুরির বিরুদ্ধে বোদা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।